মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪২৩
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪২৩। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: তোমরা কি এমন একটি শহরের নাম শুনিয়াছ, যাহার একদিকে মুক্ত ময়দান এবং অপর দিকে সাগর রহিয়াছে ? তাহারা বলিলেন, জি হা শুনিয়াছি, ইয়া রাসূলাল্লাহ্ । তিনি বলিলেন, কিয়ামত কায়েম হইবে না যতক্ষণ না হযরত ইসহাক (আঃ)-এর বংশধরের সত্তর হাজার লোক উক্ত শহরে যুদ্ধ করিবে। তাহারা যখন তথায় আসিবে তখন তাহারা উহার আশেপাশে অবস্থান করিবে, কিন্তু অস্ত্র দ্বারা আক্রমণ করিবে না এবং কোন বর্শা তীরও নিক্ষেপ করিবে না। বরং তাহারা শুধুমাত্র 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার' ধ্বনি উচ্চারণ করিবে। ইহাতেই শহরের এক পার্শ্বের প্রাচীর ভাঙ্গিয়া পড়িবে। বর্ণনাকারী সাওর ইবনে ইয়াযীদ বলেন, আমার ধারণা, রাবী আবু হোরায়রা বলিয়াছেন, (প্রথম ধ্বনিতে) সাগর পার্শ্বের প্রাচীরটি ভাঙ্গিয়া পড়িবে। অতঃপর তাহারা দ্বিতীয়বার 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার' ধ্বনি উচ্চারণ করিবে। এইবার অপর দিকের প্রাচীরটি (যাহা ময়দানের দিকে ছিল) ভাঙ্গিয়া পড়িবে। তারপর যখন তৃতীয়বার তাহারা 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার' বলিয়া তীর ধ্বনি উচ্চারণ করিবে, তখন শহরের প্রবেশ দ্বারটি প্রশস্ত হইয়া যাইবে এবং তাহারা উহাতে প্রবেশ করিবে, আর গনীমত সংগ্রহ করিতে থাকিবে। তাহারা যখন এই গনীমতের মাল বন্টনে ব্যস্ত হইবে, তখন হঠাৎ ঘোষণা শুনিতে পাইবে যে, দাজ্জালের আবির্ভাব হইয়াছে। তখন তাহারা সেই সমস্ত মাল-সম্পদ ফেলিয়া (দাজ্জালের মুকাবিলায়) ফিরিয়া আসিবে। মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هَلْ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ؟» قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بني إِسحاق فَإِذا جاؤوها نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أحدُ جانبيها. - قالَ ثورُ بنُ يزِيد الرَّاوِي: لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ -: الَّذِي فِي الْبَحْر يَقُولُونَ الثَّانِيَةَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُونَ الثَّالِثَةَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُم فيدخلونها فيغنمون فَبينا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمُ الصَّرِيخُ فَقَالَ: إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ ويرجعون . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
কেহ কেহ বলিয়াছেন, উহা রোমের কনস্টান্টিনোপল শহর। এবং কাহারও মতে, ইহা রোমের অন্য কোন শহর সম্পর্কে বলা হইয়াছে।
