মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪১৫
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪১৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কিয়ামত কায়েম হইবে না যতক্ষণ পর্যন্ত না 'কাহ্তান' গোত্র হইতে এক ব্যক্তির আবির্ভাব ঘটিবে সে লোকদিগকে লাঠি দ্বারা পরিচালিত করিবে। মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بعصاه» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
‘কাহতান' ইয়ামনীদের আদি পিতার নাম অথবা তথাকার একটি প্রসিদ্ধ গোত্রের নাম। হাদীসে বর্ণিত লোকটি হইবে অত্যন্ত নির্দয় ও কঠোর। মানুষের উপর অন্যায়-অত্যাচারসহ শাসন করিবে। সহীহ্ হাদীস হইতে বুঝা যায়, ইমাম মাহ্দীর পরে তাহার আবির্ভাব ঘটিবে এবং দীর্ঘকাল এই নির্যাতন চালাইতে থাকিবে।
