মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪১৪
প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪১৪। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মুসলমানগণ ইহুদীদের সহিত যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না। তখন মুসলমানগণ তাহাদিগকে হত্যা করিবে। এমন কি ইহুদী পাথর এবং বৃক্ষের আড়ালে লুকাইয়া আত্মগোপন করিবে, তখন সেই পাথর ও বৃক্ষ বলিবে, হে মুসলিম। ওহে আল্লাহর বান্দা। এই যে ইহুদী আমার পিছনে রহিয়াছে। সুতরাং এইদিকে আস এবং তাহাকে হত্যা কর। তবে শুধু 'গারকদ' নামক বৃক্ষ ডাকিয়া বলিবে না, কেননা, উহা ইহুদীদের বৃক্ষ। —মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يختبئ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ وَالشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ من شجر الْيَهُود . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

দাজ্জালের আবির্ভাবের পর যেই সমস্ত ইহুদী তাহার অনুসরণ করিবে, দাজ্জাল নিহত হওয়ার পর মুসলমানগণ তাহাদিগকে হত্যা করিবে। আর ইহুদীগণ ঐ গাছটির বিশেষ মর্যাদা দিয়া থাকে, তাই উহাকে ইহুদীদের গাছ বলা হইয়াছে এবং সেই গাছের তাহাদেরকে রক্ষা করার রহস্য একমাত্র আল্লাহ্ ও তাঁহার রাসূল ভাল জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান