মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪০১
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৪০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিকট ভবিষ্যতে এমন ভয়াবহ ফিতনা দেখা দিবে, যাহা গোটা আরবভূমিকে গ্রাস করিয়া ফেলিবে। উহাতে যাহারা নিহত হইবে তাহারা জাহান্নামী। উক্ত গোলযোগের সময় মুখের ভাষা হইবে তলোয়ারের আঘাত অপেক্ষা অধিক ক্ষতিকর। —তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَتَكُونُ فِتْنَةٌ تَسْتَنْظِفُ الْعَرَبَ قَتْلَاهَا فِي النَّارِ اللِّسَانُ فِيهَا أَشَدُّ مِنْ وَقْعِ السَّيْفِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪০১ | মুসলিম বাংলা