মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪০০
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৪০০। হযরত উম্মে মালেক বাহযিয়্যাহ্ (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) ফিতনার আলোচনা করিলেন এবং উহা খুবই নিকটে বলিয়াও বর্ণনা করিলেন। তখন আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্। সেই সময় উত্তম ব্যক্তি কে? তিনি বলিলেনঃ যে ব্যক্তি নিজের গবাদিপশুর মধ্যে থাকিয়া উহার হক্ (যাকাত ইত্যাদি) আদায় করিবে এবং আপন পরওয়ারদেগারের এবাদতে মশগুল থাকিবে। আর যে ব্যক্তি নিজের ঘোড়ার উপর আরোহণ করিয়া শত্রুদের মধ্যে ভীতির সঞ্চার করিবে এবং শত্রুরা তাহাকে ভয় দেখাইবে — তিরমিযী
وَعَن أم مَالك البهزية قَالَتْ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِتْنَةً فَقَرَّبَهَا. قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ فِيهَا؟ قَالَ: «رَجُلٌ فِي مَاشِيَتِهِ يُؤَدِّي حَقَّهَا وَيَعْبُدُ رَبَّهُ وَرَجُلٌ أَخَذَ برأسٍ فرأسه يخيف الْعَدو ويخوفونه» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ফিতনায় জড়িত না হইয়া মুসলমানদের সহিত শরীক হইয়া কাফেরদের সাথে লড়াই করিবে, ফলে সে ফিতনা হইতে নিরাপদে থাকিবে এবং সওয়াব ও গনীমতের অধিকারী হইবে।
