মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৩৯১
প্রথম অনুচ্ছেদ
৫৩৯১। হযরত মা'কাল ইবনে ইয়াসার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : ফিতনার সময় (উহাতে লিপ্ত না হইয়া) এবাদতে মশগুল থাকার সওয়াব আমার দিকে হিজরত করিয়া আসার সমতুল্য। —মুসলিম
وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, এরূপ ব্যক্তি মক্কা বিজয়ের পূর্বে মক্কা হইতে মদীনায় হিজরত ক্রার সমপরিমাণ সওয়াবের অধিকারী হইবে।
