মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৩৮৪
প্রথম অনুচ্ছেদ
৫৩৮৪। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : শীঘ্রই এমন ফিত্‌না দেখা দিবে, যখন বসা ব্যক্তি দাঁড়াইয়া থাকা ব্যক্তি অপেক্ষা হইবে উত্তম। আর দাঁড়ান ব্যক্তি চলমান ব্যক্তি অপেক্ষা হইবে উত্তম। আর চলমান ব্যক্তি দ্রুতগামী অপেক্ষা হইবে উত্তম। এমন কি যে ব্যক্তি উক্ত ফিনার দিকে চক্ষু তুলিয়া তাকাইবে, ফিত্না তাহাকে নিজের দিকে টানিয়া লইবে। সুতরাং যে ব্যক্তি উহা হইতে মুক্ত স্থান অথবা আশ্রয়স্থল পাইবে, তাহার উহা দ্বারা নিজেকে রক্ষা করা উচিত। —মোত্তাঃ।
আর মুসলিমের এক রেওয়ায়তে আছে—রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিয়াছেন: এমন এক ফিনা আসিবে, তখন নিদ্রিত ব্যক্তি জাগ্রত ব্যক্তি হইতে উত্তম হইবে। আর জাগ্রত ব্যক্তি দাঁড়ান ব্যক্তি হইতে উত্তম হইবে এবং দাড়ান ব্যক্তি দ্রুতগামী অপেক্ষা উত্তম হইবে। সুতরাং যে ব্যক্তি উহা হইতে নিরাপদ স্থান অথবা আশ্রয়স্থল পায়, সে যেন অবশ্যই উক্ত আশ্রয়স্থলে অবস্থান করে।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَتَكُونُ فِتَنٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ من الْمَاشِي والماشي فِيهِ خَيْرٌ مِنَ السَّاعِي مَنْ تَشَرَّفَ لَهَا تَسْتَشْرِفْهُ فَمن وجد ملْجأ أَو معَاذًا فليَعُذْ بِهِ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: قَالَ: «تَكُونُ فِتْنَةٌ النَّائِمُ فِيهَا خَيْرٌ مِنَ الْيَقْظَانِ واليقظانُ خَيْرٌ مِنَ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي فَمن وجد ملْجأ أومعاذا فليستعذ بِهِ»

হাদীসের ব্যাখ্যা:

মোটকথা, ফিতনা হইতে বাঁচিয়া থাকার জন্য সার্বিকভাবে উহা হইতে দূরে থাকা উচিত। অন্যথা সে ফিতনায় জড়িত হইয়া যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৮৪ | মুসলিম বাংলা