মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৭০
তৃতীয় অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৭০। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, যেই সম্প্রদায়ের মধ্যে খেয়ানত বা আত্মসাতের ব্যাধি ঢুকে, আল্লাহ্ তা'আলা তাহাদের অন্তরে দুশমনের ভয় ঢালিয়া দেন। যেই কওমের মধ্যে যিনা-ব্যভিচার বিস্তার লাভ করে, তাহাদের মধ্যে মৃতের সংখ্যা বাড়িয়া যায়, যেই সম্প্রদায় মাপে-ওজনে কম দেয়, তাহাদের রিযক উঠাইয়া লওয়া হয়। যেই সম্প্রদায় বিচারে ন্যায়-নীতি রক্ষা করে না তাহাদের মধ্যে খুনাখুনি ব্যাপক হয়। আর যেই সম্প্রদায় ওয়াদা-অঙ্গীকার ভঙ্গ করে তাহাদের উপর শত্রুকে চাপাইয়া দেওয়া হয়। — মালেক
اَلْفصْلُ الثَّالِثُ
عَن ابْن عَبَّاس قَالَ: «مَا ظَهَرَ الْغُلُولُ فِي قَوْمٍ إِلَّا أَلْقَى اللَّهُ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ وَلَا فَشَا الزِّنَا فِي قَوْمٍ إِلَّا كَثُرَ فِيهِمُ الْمَوْتُ وَلَا نَقَصَ قَوْمُ الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا قَطَعَ عَنْهُمُ الرِّزْقَ وَلَا حَكَمَ قَوْمٌ بِغَيْرِ حَقٍّ إِلَّا فَشَا فِيهِمُ الدَّمُ وَلَا خَتَرَ قَوْمٌ بالعهد إِلا سُلِّطَ عَلَيْهِم عدوهم» . رَوَاهُ مَالك
