মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৫৬
তৃতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৫৬। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে আয়েশা! তুমি ঐসকল গুনাহ্ হইতে বাঁচিয়া থাক যেগুলিকে ক্ষুদ্র ধারণা করা হয়। কেননা, এই সমস্ত ছোট ছোট গুনাহ্গুলির খোঁজ রাখার জন্য আল্লাহর তরফ হইতে (ফিরিশতা) নিয়োজিত রহিয়াছেন। —ইবনে মাজাহ্, দারেমী ও বায়হাকী শো আবুল ঈমানে
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا عَائِشَةَ إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ طَالِبًا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ والْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
