মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৪৯
দ্বিতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৪৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা বলিবেনঃ জাহান্নাম হইতে ঐ ব্যক্তিকে বাহির করিয়া লও, যে খালেছ দিলে একদিন আমাকে স্মরণ করিয়াছে অথবা কোন এক স্থানে আমাকে ভয় করিয়াছে। —তিরমিযী আর বায়হাকী 'কিতাবুল বা'ছে ওয়াননুশূরে'
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَقُولُ اللَّهُ جَلَّ ذِكْرُهُ: أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ ذَكَرَنِي يَوْمًا أَوْ خَافَنِي فِي مَقَامٍ «رَوَاهُ التِّرْمِذِيُّ والْبَيْهَقِيُّ فِي» كِتَابِ الْبَعْث والنشور

হাদীসের ব্যাখ্যা:

উক্ত নির্দেশটি আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন ঐ সমস্ত ফেরেশতাদিগকে প্রদান করিবেন যাহারা দোযখের নিয়ন্ত্রণে নিয়োজিত রহিয়াছেন। আর আল্লাহকে স্মরণ করার অর্থ হইল খালেছ অন্তরে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। অন্যথায় কাফেররাও তো মুখে মুখে আল্লাহকে স্মরণ করিয়া থাকে। আর আল্লাহকে ভয় করা মানে আপন প্রবৃত্তিকে অন্যায় কাজ হইতে বিরত রাখা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৪৯ | মুসলিম বাংলা