মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৪৬
দ্বিতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৪৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দোযখের ন্যায় ভয়ংকর কোন জিনিস আমি কখনও দেখি নাই, যাহা হইতে পলায়নকারী ঘুমাইয়া রহিয়াছে। আর বেহেশতের মত আনন্দদায়কও কোন জিনিস দেখি নাই, যাহা হইতে অন্বেষণকারী ঘুমাইয়া রহিয়াছে। —তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طالبها» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
এখানে ‘ঘুমাইয়া রহিয়াছে' অর্থ অসচেতন বা গাফেল রহিয়াছে। অর্থাৎ, আমার কাছে ইহা বিস্ময় ঠেকিতেছে যে, মানুষ দোযখের ভয়াবহ শাস্তি সম্পর্কে জানার পর উহা হইতে আত্মরক্ষার চেষ্টা না করিয়া এবং বেহেশতের অফুরন্ত নেয়ামত সম্পর্কে অবহিত হওয়ার পর উহা অন্বেষণে ব্যাপৃত না হইয়া কিভাবে গাফেল থাকিতে পারে।
