মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩৪১
প্রথম অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৪১। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া ছেন: (মে'রাজ-রাত্রে অথবা স্বপ্নে আমার সম্মুখে দোযখকে উপস্থিত করা হয়। উহাতে আমি বনী ইসরাঈলের এমন একজন মহিলাকে দেখিতে পাই যাহাকে একটি বিড়ালের ব্যাপারে আযাব দেওয়া হইতেছিল। সে বিড়ালটিকে বাধিয়া রাখিয়াছিল, তাহাকে খাদ্যও দেয় নাই এবং উহাকে ছাড়িয়াও দেয় নাই যাহাতে সে যমীনে বিচরণ করিয়া পোকা-মাকড় ইত্যাদি খাইতে পারিত। অবশেষে উহা ক্ষুধায় মরিয়াই গেল। আমি আরও আমর ইবনে আমের খুযায়ীকে দেখিতে পাই যে, সে দোযখের আগুনে আপন নাড়ি-ভুড়িকে টানিতেছে। এই ব্যক্তিই (দেবতার নামে) ষাঁড় ছাড়ার কূপ্রথা সর্বপ্রথম প্রচলন করিয়াছিল। —মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُرِضَتْ عَلَيَّ النَّارُ فَرَأَيْتُ فِيهَا امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ تُعَذَّبُ فِي هِرَّةٍ لَهَا رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمْهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ حَتَّى مَاتَتْ جُوعًا وَرَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কথিত আছে যে, আমর ইবনে আমের খুযায়ীই প্রথম ব্যক্তি, যে মূর্তিপূজা ও মূর্তির নামে ষাঁড় ছাড়ার রেওয়াজ প্রচলন করে। যে ষাঁড়ের উপর সওয়ার হওয়া বা কিছু বহন করা যাইবে না এবং উহার বিচরণেও কোন প্রকার বাধা সৃষ্টি করা যাইবে না। এখানে বলা হইয়াছে— এই প্রথা প্রচলনকারী আমর ইবনে আমের। কিন্তু অন্যান্য রেওয়ায়তে বলা হইয়াছে আমর ইবনে লুহাঈ। মূলতঃ সেই একই ব্যক্তি। উহাদের একজন বাপ এবং অপরজন হইল তাহার দাদা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩৪১ | মুসলিম বাংলা