মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৪০
প্রথম অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৪০। হযরত উম্মুল আ'লা আনসারীয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। আল্লাহর কসম। আমি জানি না যে আমার সাথে (পরকালে) কি আচরণ করা হইবে। আর ইহাও জানি না যে, তোমাদের সহিত কি ব্যবহার করা হইবে? অথচ আমি হইলাম আল্লাহর রাসূল। -বুখারী
وَعَنْ أُمِّ الْعَلَاءِ الْأَنْصَارِيَّةِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ لَا أَدْرِي وَاللَّهِ لَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِي وبكم» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের শব্দ لا ادري ما يفعل بي 'আমি জানি না আমার সাথে কি আচরণ করা হইবে?' এই বাক্যটি দ্বারা নবী (ﷺ) পরকালের হিসাব-নিকাশ, কবর, ছেরাত ও মীযান প্রভৃতি যে মহাভয়ংকর সেই দিকে ইংগিত করিয়াছেন। নাউযুবিল্লাহ্! ইহার অর্থ এই নহে যে, হুযূর (ﷺ) নিজের নাজাতের ব্যাপারে নিজেও সন্দিহান ছিলেন। কেননা, কোরআন ও হাদীসের অকাট্য প্রমাণ দ্বারা নিশ্চিত প্রমাণিত যে, তিনি দৃঢ়তার সাথে অবগত ছিলেন, পরকালে তাঁহার সহিত উত্তম আচরণ করা হইবে। তিনিই হাউজে কাওসারের মালিক ও মাকামে মাহমুদের অধিকারী এবং সর্বাগ্রে গুনাগার উম্মতের জন্য সুপারিশকারী—যাহা কবুল করা হইবে ইত্যাদি। কেহ কেহ বলিয়াছেন, لِّيَغْفِرَ لَكَ اللَّهُ এই আয়াতটি নাযিল হওয়ার পূর্বে হুযূর (ﷺ) উক্ত কথাটি বলিয়াছিলেন। অবশ্য হুযুর (ﷺ)-এর উক্ত বাক্যটি হইতে কেহ কেহ এই অর্থও বুঝিয়াছেন যে, আল্লাহর জানান ব্যতীত তিনি যে সরাসরি 'এলমে গায়েব' সম্পর্কে ওয়াকিফ নহেন, সেই দিকে ইংগিত করা হইয়াছে। অথবা ইহাতে আল্লাহর অসীম ক্ষমতার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। অর্থাৎ, আল্লাহর রহমত ও অনুগ্রহ ব্যতীত পরকালে সাফল্যের অধিকারী হইবে বলিয়া কেহ দাবী করিতে পারে না।
