মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩২২
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্। একদা আমি আমার ঘরে নামায পড়িতেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমার নিকট আসিল। সে আমাকে এই অবস্থায় দেখিয়াছে বিধায় আমার মনে আনন্দ জাগিল। (আমার খুশী হওয়াটা কি রিয়াকারী ?) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আল্লাহ্ তোমার প্রতি অনুগ্রহ করুন, হে আবু হুরায়রা। তোমার জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে, একটি হইল গোপনীয়তার; আর দ্বিতীয়টি হইল এবাদত প্রকাশ হইয়া পড়ার (যাহাতে অন্যরা তোমার অনুসরণ করিবে)। —তিরমিযী। তিনি বলিয়াছেন এই হাদীসটি গরীব।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَلْتُ: يَا رَسُولَ اللَّهِ بَيْنَا أَنَا فِي بَيْتِي فِي مُصَلَّايَ إِذْ دَخَلَ عَلَيَّ رَجُلٌ فَأَعْجَبَنِي الْحَالُ الَّتِي رَآنِي عَلَيْهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَحِمَكَ اللَّهُ يَا أَبَا هُرَيْرَةَ لَكَ أَجْرَانِ: أَجْرُ السِّرِّ وَأَجْرُ الْعَلَانِيَةِ . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
মনের মধ্যে আনন্দ জাগিলেই উহা ‘রিয়া' হইবে, এই কথাটি ঠিক নহে। কেননা, ইহা মানুষের স্বভাব যে, অন্যে তাহার ভাল অবস্থায় তাহাকে দেখুক ইহা সে পছন্দ করে, তাহার খারাপ অবস্থায় তাহাকে দেখুক, ইহা সে পছন্দ করে না। তবে অন্যেরা এই আমলটি দেখিয়া আমার প্রশংসা করুক, এইরূপ কামনা রাখাই ‘রিয়া'।
