মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫৩০১
দ্বিতীয় অনুচ্ছেদ - তাওয়াক্কুল (আল্লাহর ওপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে
৫৩০১। হযরত আবু যার (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ কোন হালাল বস্তুকে হারাম করা এবং ধন-সম্পদকে ধ্বংস করার নাম দুনিয়া বর্জন নহে। বরং প্রকৃত দুনিয়া বর্জন হইল, আল্লাহ্ তা'আলার কুদরতী হাতে যাহা আছে উহা অপেক্ষা তোমার হাতে যাহা আছে উহাকে অধিক নির্ভরযোগ্য মনে না করা এবং যখন তোমার উপর কোন বিপদ আসিয়া পড়ে তখন সেই বিপদ তোমার উপর পতিত না হওয়ার পরিবর্তে সওয়াবের আশায় উহা বাকী থাকার প্রতি আগ্রহ বেশী হওয়া। —তিরমিযী ও ইবনে মাজাহ্ । এবং তিরমিযী বলিয়াছেন ; এই হাদীসটি গরীব। বর্ণনাকারী আমর ইবনে ওয়াকিদ মুনকারুল হাদীস।
وَعَنْ أَبِي ذَرٍّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الزَّهَادَةُ فِي الدُّنْيَا لَيْسَتْ بِتَحْرِيم وَلَا إِضَاعَةِ الْمَالِ وَلَكِنَّ الزَّهَادَةَ فِي الدُّنْيَا أَنْ لَا تَكُونَ بِمَا فِي يَدَيْكَ أَوْثَقَ بِمَا فِي يَد اللَّهِ وَأَنْ تَكُونَ فِي ثَوَابِ الْمُصِيبَةِ إِذَا أَنْتَ أُصِبْتَ بِهَا أَرْغَبَ فِيهَا لَوْ أَنَّهَا أُبْقِيَتْ لَكَ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَعَمْرُو بْنُ وَاقِدٍ الرَّاوِي مُنكر الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৩০১ | মুসলিম বাংলা