মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৯২
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা
৫২৯২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন একজন ঘোষণাকারী এই ঘোষণা করিবেন; ষাট বৎসর বয়সপ্রাপ্ত লোকেরা কোথায়? ইহা বয়সের এমন একটি সীমা, যাহার সম্পর্কে আল্লাহ্ তা'আলা (কোরআন মজীদে) বলিয়াছেনঃ 'আমরা কি তোমাদিগকে এমন বয়স দান করি নাই যাহাতে কোন উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করিতে পারে ? অথচ তোমাদের নিকট ভীতি প্রদর্শনকারী আসিয়াছেন।' —বায়হাকী শো' আবুল ঈমানে
كتاب الرقاق
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُنَادِي مُنَادٍ يَوْمَ الْقِيَامَةِ: أَيْنَ أَبْنَاءُ السِتِّينَ؟ وَهُوَ الْعُمُرُ الَّذِي قَالَ اللَّهُ تَعَالَى [أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَن تذكَّرَ وجاءكُم النذير] رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
হাদীসের ব্যাখ্যা:
“ভীতি প্রদর্শনকারীর আগমন” দ্বারা বার্ধক্য বা কোরআন অথবা রাসূল অথবা মৃত্যু অথবা এই সমস্ত কিছু বুঝানো হইয়াছে। অর্থাৎ, বয়সের এই সীমায় পৌঁছার পর তোমাদিগকে এই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল যে, “আমরা হায়াতের শেষ পর্যায়ে আসিয়া পৌঁছিয়াছি, অচিরেই আমাদের পরপারের ডাক আসিবে, কাজেই তওবা করিয়া পবিত্র হইয়া যাই।” সুতরাং এখন আর তোমাদের ওযর আপত্তি গ্রহণযোগ্য হইবে না।