মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৯১
তৃতীয় অনুচ্ছেদ - ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা
৫২৯১। হযরত সুফিয়ান সওরী (রঃ) বলিয়াছেন, অতীতকালে মাল-সম্পদকে অপছন্দ মনে করা হইত। কিন্তু আজকাল মাল-সম্পদ হইল মু'মিনদের জন্য ঢালস্বরূপ। তিনি আরও বলিয়াছেনঃ যদি আমাদের কাছে এইসব দীনার (স্বর্ণমুদ্রা) না থাকিত তাহা হইলে এই সমস্ত রাজা-বাদশাহগণ আমাদিগকে হাত মোছার রুমাল বানাইয়া ফেলিত। (অর্থাৎ, ঘৃণা ও তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখিত।) তিনি আরও বলিয়াছেন, যাহার হাতে এই মাল-সম্পদের কিছু পরিমাণ আছে, সে যেন অবশ্যই উহার সঠিক ব্যবহার করে। কেননা, বর্তমান সময় যদি কেহ অভাবে পতিত হয়, সে ব্যক্তি সর্বপ্রথম নিজের দ্বীনের বিনিময়ে দুনিয়া লাভ করিবে। সুফিয়ান আরও বলিয়াছেন, হালালভাবে অর্জিত মালের মধ্যে এসরাফের অবকাশ নাই। — শরহে সুন্নাহ্
وَعَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ كَانَ الْمَالُ فِيمَا مَضَى يُكْرَهُ فَأَمَّا الْيَوْمَ فَهُوَ تُرْسُ الْمُؤْمِنِ وَقَالَ لَوْلَا هَذِهِ الدَّنَانِيرُ لَتَمَنْدَلَ بِنَا هَؤُلَاءِ الْمُلُوكُ وَقَالَ مَنْ كَانَ فِي يَدِهِ مِنْ هَذِهِ شَيْءٌ فَلْيُصْلِحْهُ فَإِنَّهُ زَمَانٌ إِنِ احْتَاجَ كَانَ أَوَّلَ مَنْ يَبْذُلُ دِينَهُ وَقَالَ: الْحَلَالُ لايحتمل السَّرف. رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, বৈধভাবে অর্জিত সম্পদ এত প্রচুর হয় না যাহা অবৈধ পথে ব্যয় করা যায়। অথবা উহাকে অপব্যয় করিয়া ধ্বংস করা উচিত নহে। কেননা, উহা হইল তাহার দ্বীন রক্ষা করার বিরাট সহায়ক এবং পরমুখাপেক্ষিতা হইতে তাহাকে হেফাযতে রাখার ঢালস্বরূপ। -
tahqiqতাহকীক:তাহকীক চলমান