মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২৬১
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৬১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সুগন্ধি ও নারীকে আমার কাছে অতি প্রিয় করিয়া দেওয়া হইয়াছে। আর আমার চক্ষুর শীতলতা রাখা হইয়াছে নামাযের মধ্যে। – আহমদ ও নাসায়ী এবং ইবনে জাওয়ী— حُبِّبَ إِلىَّ -এর পরে مِنَ الدُّنْيَا এই শব্দটি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন।
كتاب الرقاق
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُبِّبَ إِلَيَّ الطِّيبُ وَالنِّسَاءُ وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ» . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ. وَزَادَ ابْنُ الْجَوْزِيِّ بَعْدَ قَوْلِهِ: «حُبِّبَ إِليَّ» منَ الدُّنْيَا
হাদীসের ব্যাখ্যা:
'চক্ষুর শীতলতা'—ইহার অর্থ হইল, আল্লাহর এবাদতের মধ্যে নামাযে যেই প্রশান্তি ও তৃপ্তি অনুভূত হয়, তাহা অন্য কোন এবাদতে হয় না।