মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৬০
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৬০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দুনিয়ার মধ্য হইতে তিনটি জিনিসকে ভালবাসিতেন। খাদ্য, নারী ও সুগন্ধি। ইহার মধ্যে দুইটি তো তিনি লাভ করিয়াছেন, আর একটি লাভ করেন নাই। লাভ করিয়াছেন নারী ও সুগন্ধি। আর (পর্যাপ্ত পরিমাণ) লাভ করেন নাই খাদ্য। – আহমদ
كتاب الرقاق
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ مِنَ الدُّنْيَا ثَلَاثَةٌ الطَّعَامُ وَالنِّسَاءُ وَالطِّيبُ فَأَصَابَ اثْنَيْنِ وَلَمْ يُصِبْ وَاحِدًا أَصَابَ النِّسَاءَ وَالطِّيبَ وَلَمْ يُصِبِ الطَّعَامَ. رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান