মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫২৩৯
- নম্রতা ও যুহদের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৩৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কিছু যবের রুটি ও গন্ধময় পুরাতন চর্বি লইয়া আসিলেন। এইদিকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (-এর পারিবারিক অবস্থা এত করুণ ছিল যে, তিনি) মদীনার এক ইহুদীর কাছে নিজের লৌহ বর্মটি গচ্ছিত রাখিয়া পরিবারবর্গের জন্য কিছু যব ধার আনিয়া ছিলেন। (অধস্তন) রাবী বলেন, আমি হযরত আনাস (রাঃ)-কে ইহা বলিতেও শুনিয়াছি যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে কোন সন্ধ্যাকালেই এক সা' গম বা এক সা' কোন খাদ্য দানাও (আগামীকালের জন্য) অবশিষ্ট থাকিত না। অথচ তাহার বিবি ছিলেন নয় জন। —বুখারী
كتاب الرقاق
وَعَنْ أَنَسٍ أَنَّهُ مَشَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دِرْعًا لَهُ بِالْمَدِينَةِ عِنْدَ يَهُودِيٍّ وَأَخَذَ مِنْهُ شَعِيرًا لِأَهْلِهِ وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ: «مَا أَمْسَى عِنْدَ آلِ مُحَمَّدٍ صَاعُ بُرٍّ وَلَا صَاعُ حَبٍّ وَإِنَّ عِنْدَهُ لَتِسْعُ نِسْوَةٍ» . رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, খাদ্যদ্রব্য যাহা জুটিত তাহা দ্বারা সেই দিন চলিত। পরদিন সকালে খাওয়ার জন্য কিছুই জমা করিয়া রাখিতেন না বা সেই পরিমাণ থাকিত না। স্মরণ রাখিতে হইবে—ইহা ছিল তাঁহার প্রথম সময়ের অবস্থা। অবশ্য পরে যখন আল্লাহ্ তা'আলা কিছু প্রশস্ততা দিয়াছেন ; তখন পরিবারবর্গকে পুরা বৎসরের খোরাকী একসাথে দিয়া দিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান