মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৫১৯৮
তৃতীয় অনুচ্ছেদ
৫১৯৮। হযরত আবু যার (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে বলিয়াছেনঃ তুমি লাল বর্ণ বা কাল বর্ণবিশিষ্ট হইতে উত্তম হইবে না; বরং তাওয়া বা পরহেজগারী দ্বারাই উহাদের হইতে তোমার মর্যাদা লাভ হইবে। —আহমদ
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «إِنَّكَ لَسْتَ بِخَيْرٍ مِنْ أَحْمَرَ وَلَا أَسْوَدَ إِلَّا أَنْ تفضلَه بتقوى» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

এইখানে লাল-কাল দ্বারা আজমী আরবী কিংবা মুনিব-চাকরকে বুঝান হইয়াছে। কোরআনে বলা হইয়াছে । অর্থঃ 'নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তিই অধিক মর্যাদাশীল যে অধিক পরহেজগার।'
tahqiqতাহকীক:তাহকীক চলমান