মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১৫৪
২২. তৃতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৫৪। হযরত আবু মুসা আশ'আরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সেই পবিত্র সত্তার কসম! যাঁহার হাতে মুহাম্মাদ (ﷺ)-এর প্রাণ। কিয়ামতের দিন নেকী ও বদী উভয়টিকে (বিশেষ আকৃতিতে) মানুষের সম্মুখে স্থাপন করা হইবে। অতঃপর ‘নেকী’ উহার আমলকারীকে সুসংবাদ প্রদান করিবে এবং কল্যাণের প্রতিশ্রুতি দিবে। আর 'বদী' তাহার আমলকারীকে বলিবে—দূর হও, দূর হও। অথচ তাহারা দূরে সরিয়া যাওয়ার শক্তি পাইবে না; বরং তাহারা উহার সহিত জড়াইয়া যাইবে। —আমদ ও বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ أَبِي

مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّ الْمَعْرُوفَ وَالْمُنْكَرَ خَلِيقَتَانِ تُنْصَبَانِ لِلنَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فَأَمَّا الْمَعْرُوفُ فَيُبَشِّرُ أَصْحَابَهُ وَيُوعِدُهُمُ الْخَيْرَ وَأَمَّا الْمُنْكَرُ فَيَقُولُ: إِلَيْكُمْ إِلَيْكُمْ وَمَا يَسْتَطِيعُونَ لَهُ إِلَّا لُزُومًا «. رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيّ فِي» شعب الإِيمان

হাদীসের ব্যাখ্যা:

এই পৃথিবীতে যেই সমস্ত বস্তুর দেহ বা শরীর কল্পনা করা যায় না— পরজগতে তাহা দেহবিশিষ্ট হইবে। যেমন—অপর এক হাদীসে বর্ণিত হইয়াছে, ‘মৃত্যুকে দুম্বার আকৃতিতে সৃষ্টি করা হইবে।'
tahqiqতাহকীক:তাহকীক চলমান