মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১৫৩
২২. তৃতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৫৩। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মহাক্ষমতাশালী আল্লাহ্ কিয়ামতের দিন কোন বান্দাকে জিজ্ঞাসা করিবেনঃ তোমার কি হইয়াছিল, যখন তুমি কোন মন্দ কাজ হইতে দেখিয়াছিলে তখন উহাতে বাধা দিলে না? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ তখন তাহাকে উহার জওয়াব শিখাইয়া দেওয়া হইবে। সুতরাং সে বলিবে; আয় রব! আমি লোকদের ভয় করিয়াছিলাম এবং তোমার (দয়ার) প্রত্যাশায় ছিলাম।—হাদীস তিনটি বায়হাকী শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন
وَعَنْ أَبِي
سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَسْأَلُ الْعَبْدَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: مَا لَكَ إِذَا رَأَيْتَ الْمُنْكَرَ فَلَمْ تُنْكِرْهُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَيُلَقَّى حُجَّتَهُ فَيَقُولُ: يَا رَبِّ خِفْتُ النَّاسَ وَرَجَوْتُكَ «. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي» شُعَبِ الْإِيمَانِ
سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَسْأَلُ الْعَبْدَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: مَا لَكَ إِذَا رَأَيْتَ الْمُنْكَرَ فَلَمْ تُنْكِرْهُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَيُلَقَّى حُجَّتَهُ فَيَقُولُ: يَا رَبِّ خِفْتُ النَّاسَ وَرَجَوْتُكَ «. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي» شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
লোকদের পক্ষ হইতে অত্যাচারের ভয়ে অন্যায়ের প্রতিবাদ করা হইতে বিরত থাকিলে আশা করা যায় আল্লাহ্ তাহাকে ক্ষমা করিবেন।
