মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৮৯
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৮৯। আবু দাউদের অপর এক বর্ণনায় আছে ; যাহা তিনি সুয়াইদ ইবনে ওয়াহব হইতে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীদের সন্তানদের কোন একজন হইতে এবং সে ব্যক্তি তাহার পিতা হইতে (কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহাকে.... এর পরিবর্তে) বর্ণনা করিয়াছেন যে, হুযূর (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা ঐ ব্যক্তির অন্তরকে ঈমান ও প্রশান্তি দ্বারা পরিপূর্ণ করিয়া দিবেন। আর সুয়াইদের হাদীস مَنْ تَرَكَ لِبْسَ ثَوْبِ جَمَالٍ পোশাক পর্বে বর্ণিত হইয়াছে।
وَفِي رِوَايَةٍ

لِأَبِي دَاوُدَ عَنْ سُوَيْدِ بْنِ وَهْبٍ عَنْ رَجُلٍ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَبِيهِ قَالَ: «مَلأ اللَّهُ قلبَه أمْناً وإِيماناً»

وَذُكِرَ حَدِيثُ سُوْيَدٍ: «مَنْ تَرَكَ لِبْسَ ثَوْبِ جما ل» فِي «كتاب اللبَاس»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৮৯ | মুসলিম বাংলা