মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৬৬
১৮. তৃতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৬। হযরত আবু যার (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে আবু যার! পরিণাম সম্পর্কে চিন্তা করার সমান কোন জ্ঞান নাই, নিবৃত্ত থাকার মত কোন পরহেযগারী নাই এবং উত্তম চরিত্রের মত কোন আভিজাত্য নাই।
وَعَنْ أَبِي

ذَرٍّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ لَا عَقْلَ كَالتَّدْبِيرِ وَلَا ورع كالكفِّ ولاحسب كحسن الْخلق»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, যে ব্যক্তি পরিণাম চিন্তা করিয়া কাজ করে সে-ই বুদ্ধিমান। যে সকল প্রকার অন্যায়-অনাচার হইতে নিবৃত্ত থাকে সে-ই পরহেযগার এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়াই সম্মানের মূল মাপকাঠি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৬৬ | মুসলিম বাংলা