মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৬৫
১৮. তৃতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কোন ব্যক্তি নামাযী, রোযাদার, যাকাতদাতা এবং হজ্জ ও উমরা পালন- কারীদের মধ্যে হয়, এমনকি হুযূর (ﷺ) অন্যান্য কল্যাণের কাজগুলিও উল্লেখ করিয়া বলিলেন, কিন্তু কিয়ামতের দিন তাহাকে তাহার জ্ঞান পরিমাণই প্রতিফল দেওয়া হইবে।
وَعَنِ ابْنِ
عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لِيَكُونُ مِنْ أَهْلِ الصَّلَاةِ وَالصَّوْمِ وَالزَّكَاةِ وَالْحَجِّ وَالْعُمْرَةِ» . حَتَّى ذَكَرَ سِهَامَ الْخَيْرِ كُلَّهَا: «وَمَا يُجْزَى يَوْم الْقِيَامَة إِلا بقدرِ عقله»
عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لِيَكُونُ مِنْ أَهْلِ الصَّلَاةِ وَالصَّوْمِ وَالزَّكَاةِ وَالْحَجِّ وَالْعُمْرَةِ» . حَتَّى ذَكَرَ سِهَامَ الْخَيْرِ كُلَّهَا: «وَمَا يُجْزَى يَوْم الْقِيَامَة إِلا بقدرِ عقله»
হাদীসের ব্যাখ্যা:
আকল বা জ্ঞানই হইল এবাদতের মূল কেন্দ্রবিন্দু। আর আকলের দ্বারা আমলের মূল্যায়ন হয়। কাজেই প্রতিটি মানুষ জ্ঞান বা আকল পরিমাণই প্রতিফল পাইবে।
