মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৫৩
১৮. প্রথম অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৫৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : মু'মিনকে একই গর্ত হইতে দুইবার দংশন করা যায় না। – মোত্তাঃ
بَابُ الْحَذَرِ وَالتَّأَنِّىْ فِى الْأُمُورِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يلْدغ الْمُؤمن من جُحر مرَّتَيْنِ» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

الحذر অর্থ ক্ষতি হইতে আত্মরক্ষা করা, সাবধানতা অবলম্বন করা। التأني অর্থ কোন কাজকে ধীরস্থিরভাবে চিন্তা-ভাবনা করিয়া আঞ্জাম দেওয়া। আল্লাহর পবিত্র কালামের বিভিন্ন আয়াতে আছেঃ فَاحْذَرُوهُمْ - خُذُواْ حِذْرَكُمْ এইসব আয়াতে সতকর্তা ও সাবধানতা এবং কোরআন তথা وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ যাবতীয় কাজে ত্বরা করিতে নিষেধ করা হইয়াছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উপদেশাবলী এই অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।

হাদীসবিদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা দিয়াছেন। তবে ফতহুল বারীর গ্রন্থকার বলিয়াছেন, বুদ্ধিমান মু'মিন ব্যক্তি আপন প্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় একবার অন্যায় কাজ করিয়া ফেলিলেও দ্বিতীয়বার আর সেই পথে পা বাড়ায় না। অথবা কোন মু'মিনকে একবার ধোকায় ফেলিয়া কার্যসিদ্ধি করিতে পারিলেও পুনরায় সে সতর্কতা অবলম্বন করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান