মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৫৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. প্রথম অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৫৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : মু'মিনকে একই গর্ত হইতে দুইবার দংশন করা যায় না। – মোত্তাঃ
كتاب الآداب
بَابُ الْحَذَرِ وَالتَّأَنِّىْ فِى الْأُمُورِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يلْدغ الْمُؤمن من جُحر مرَّتَيْنِ» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
الحذر অর্থ ক্ষতি হইতে আত্মরক্ষা করা, সাবধানতা অবলম্বন করা। التأني অর্থ কোন কাজকে ধীরস্থিরভাবে চিন্তা-ভাবনা করিয়া আঞ্জাম দেওয়া। আল্লাহর পবিত্র কালামের বিভিন্ন আয়াতে আছেঃ فَاحْذَرُوهُمْ - خُذُواْ حِذْرَكُمْ এইসব আয়াতে সতকর্তা ও সাবধানতা এবং কোরআন তথা وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ যাবতীয় কাজে ত্বরা করিতে নিষেধ করা হইয়াছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উপদেশাবলী এই অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।
হাদীসবিদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা দিয়াছেন। তবে ফতহুল বারীর গ্রন্থকার বলিয়াছেন, বুদ্ধিমান মু'মিন ব্যক্তি আপন প্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় একবার অন্যায় কাজ করিয়া ফেলিলেও দ্বিতীয়বার আর সেই পথে পা বাড়ায় না। অথবা কোন মু'মিনকে একবার ধোকায় ফেলিয়া কার্যসিদ্ধি করিতে পারিলেও পুনরায় সে সতর্কতা অবলম্বন করে।
হাদীসবিদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা দিয়াছেন। তবে ফতহুল বারীর গ্রন্থকার বলিয়াছেন, বুদ্ধিমান মু'মিন ব্যক্তি আপন প্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় একবার অন্যায় কাজ করিয়া ফেলিলেও দ্বিতীয়বার আর সেই পথে পা বাড়ায় না। অথবা কোন মু'মিনকে একবার ধোকায় ফেলিয়া কার্যসিদ্ধি করিতে পারিলেও পুনরায় সে সতর্কতা অবলম্বন করে।