মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৪৮
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৪৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (আল্লাহ্ তা'আলা সম্পর্কে) ভাল ধারণা পোষণ করাও উত্তম এবাদতের অন্তর্ভুক্ত। —আহমদ ও আবু দাউদ
وَعَنْ أَبِي

هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُسْنُ الظَّنِّ مِنْ حسْنِ العِبادةِ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আল্লাহর হুকুম আহকাম পালনের সাথে সাথে আল্লাহর প্রতি ভাল ধারণা রাখিবে যে, তিনি আমাদের ত্রুটিপূর্ণ এবাদত-বন্দেগীও কবুল করিতে পারেন। কোন অবস্থাতেই নিরাশ হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান