মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৪৭
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৪৭। হযরত মুস্তাওরিদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন মুসলমানের গীবতের বিনিময়ে এক গ্রাসও ভক্ষণ করিবে, আল্লাহ্ তা'আলা তাহাকে সমপরিমাণ দোযখের আগুন খাওয়াইবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানকে অপমান করার বিনিময়ে কাপড় পরিধান করিবে, আল্লাহ্ তা'আলা তাহাকে সমপরিমাণ দোযখের আগুনের কাপড় পরিধান করাইবেন। আর যে ব্যক্তি কাহাকেও হেয় প্রতিপন্ন করিয়া লোকদের নিকট নিজের বড়াই প্রকাশ করে এবং শ্রেষ্ঠত্ব দেখায়, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ্ তা'আলা তাহার লোক-শুনানো ও রিয়াকারী প্রকাশের জন্য দাঁড়াইবেন। —আবু দাউদ
وَعَن الْمُسْتَوْرد

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ بِرَجُلٍ مُسْلِمٍ أُكْلَةً فَإِنَّ اللَّهَ يُطعِمُه مثلَها منْ جهنَّمَ ومَن كَسا ثَوْبًا بِرَجُلٍ مُسْلِمٍ فَإِنَّ اللَّهَ يَكْسُوهُ مِثْلَهُ مِنْ جَهَنَّمَ وَمَنْ قَامَ بِرَجُلٍ مَقَامَ سُمْعَةٍ وَرِيَاءٍ فَإِنَّ اللَّهَ يَقُومُ لَهُ مَقَامَ سُمْعَةٍ ورياءِ يَوْم الْقِيَامَة» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অত্র হাদীসে তিন শ্রেণীর লোকদের পরিণাম সম্পর্কে বর্ণনা করা হইয়াছেঃ (১) অর্থের বিনিময়ে অন্যের কুৎসা রটনাকারী। (২) অন্য কোন মুসলমানকে অপমান করিয়া উহার বিনিময়ের অর্থের দ্বারা পোশাক পরিধানকারী। (৩) নিজের বুজুর্গী ও শ্রেষ্ঠত্ব নিজে ঝাড়ে বা অন্যের মাধ্যমে উহা প্রকাশ করায়। এই ধরনের আচরণ আল্লাহর কাছে বড়ই ঘৃণিত এবং কঠোর শাস্তিযোগ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান