মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৩৮
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৩৮। হযরত আবুদদরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি কি তোমাদিগকে এমন জিনিসের কথা বলিয়া দিব না যাহার মর্যাদা রোযা, সদকা এবং নামায হইতেও উত্তম? আমরা বলিলাম, হ্যাঁ বলুন। তিনি বলিলেনঃ বিবাদমানদের মধ্যে আপোষ করাইয়া দেওয়া পক্ষান্তরে আপোষের বিবাদ মস্তক মুণ্ডনকারী। –আবু দাউদ ও তিরমিযী। এবং তিনি বলেন, এই হাদীসটি সহীহ্ ।
وَعَنْ أَبِي
الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ من درجةِ الصِّيامِ والصدقةِ وَالصَّلَاة؟» قُلْنَا: بَلَى. قَالَ: «إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ صَحِيح
الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ من درجةِ الصِّيامِ والصدقةِ وَالصَّلَاة؟» قُلْنَا: بَلَى. قَالَ: «إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, নফল নামায, রোযা ও সদকা হইতে বিবাদ মিটাইয়া দেওয়া উত্তম। কারণ, ইহা দ্বীন ও ঈমানের কল্যাণমূলক কাজসমূহ ‘মুণ্ডন' অর্থাৎ, ধ্বংস করিয়া দেয়।
