মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৩৪
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৩৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুসলমানের পক্ষে উচিত নয় যে, তিন দিনের অধিক অপর কোন মুসলমানের সাথে সম্পর্ক ত্যাগ করে। অতঃপর যখনই তাহার সহিত সাক্ষাৎ হয় তাহাকে তিনবার সালাম করিবে। যদি সে একবারও জওয়াব না দেয়, তবে সে উহার গুনাহ্ লইয়াই ফিরিবে। —আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ فَمِنْ هَجَرَ فَوْقَ ثَلَاثٍ مَرَّاتٍ كُلُّ ذَلِكَ لَا يَرُدُّ عَلَيْهِ فَقَدْ بَاء بإثمه» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
দুই কারণে গুনাহগার হইবে। (১) সালামের জওয়াব না দেওয়া, (২) তিন দিনের বেশী কথাবার্তা না বলা ।
