মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৩৩
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৩৩। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন অবস্থা ব্যতীত মিথ্যা বলা হালাল নয়। (১) নিজের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর মিথ্যা বলা। (২) যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে মিথ্যা বলা এবং (৩) বিবাদমান মানুষের মধ্যে আপোষ-মীমাংসার উদ্দেশ্যে মিথ্যা বলা। – আহমদ ও তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَن أَسمَاء بنت يزِيد قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَحِلُّ الْكَذِبُ إِلَّا فِي ثَلَاثٍ: كَذِبُ الرَّجُلِ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا وَالْكَذِبُ فِي الْحَرْبِ وَالْكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ
