মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০২৮
১৭. প্রথম অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০২৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কাহারও সম্পর্কে (মন্দ) ধারণা হইতে বাঁচিয়া থাক। কেননা, আনুমানিক ধারণা বড় ধরনের মিথ্যা। কাহারও কোন দোষের কথা জানিতে চেষ্টা করিও না। গোয়েন্দাগিরি করিও না। ক্রয়-বিক্রয়ে ধোকাবাজি করিও না। পরস্পর হিংসা রাখিও না। পরস্পর শত্রুতা করিও না এবং একে অন্যের পিছনে লাগিও না। বরং পরস্পর এক আল্লাহর বান্দা ও ভাই ভাই হইয়া থাক, অপর এক বর্ণনায় আছে, পরস্পর লোভ-লালসা করিও না। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا» . وَفِي رِوَايَة: «وَلَا تنافسوا» . مُتَّفق عَلَيْهِ
