মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০২০
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২০। হযরত ইয়াযীদ ইবনে নাআমাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ভ্রাতৃত্ব স্থাপন করে, তখন সে যেন তাহার নাম, তাহার পিতার নাম এবং তাহার বংশ-গোত্রের পরিচয় জানিয়া লয়। কেননা, ইহা বন্ধুত্বকে সুদৃঢ় করে। -তিরমিযী
وَعَن

يزِيد بن نَعامة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا آخَى الرَّجُلُ الرَّجُلَ فَلْيَسْأَلْهُ عَنِ اسْمِهِ وَاسْمِ أَبِيهِ وَمِمَّنْ هُوَ؟ فَإِنَّهُ أَوْصَلُ للمودَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০২০ | মুসলিম বাংলা