মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৪৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৪৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন সদাচরণকারী সন্তান আপন মাতা-পিতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তখন আল্লাহ্ তা'আলা তাহার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তাহার আমল নামায় একটি ‘মকবুল হজ্জ' লিপিবদ্ধ করেন। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, যদি সে দৈনিক একশতবার দৃষ্টি করে? তিনি বলিলেনঃ হ্যাঁ, আল্লাহ্ অতি মহান, অতি পবিত্র। —বায়হাকী
كتاب الآداب
وَعَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مامن وَلَدٍ بَارٍّ يَنْظُرُ إِلَى وَالِدَيْهِ نَظْرَةَ رَحْمَةٍ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ نَظْرَةٍ حَجَّةً مَبْرُورَةً» . قَالُوا: وَإِنْ نَظَرَ كُلَّ يَوْمٍ مِائَةَ مرّة؟ قَالَ: «نعم الله أكبر وَأطيب»
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مامن وَلَدٍ بَارٍّ يَنْظُرُ إِلَى وَالِدَيْهِ نَظْرَةَ رَحْمَةٍ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ نَظْرَةٍ حَجَّةً مَبْرُورَةً» . قَالُوا: وَإِنْ نَظَرَ كُلَّ يَوْمٍ مِائَةَ مرّة؟ قَالَ: «نعم الله أكبر وَأطيب»
হাদীসের ব্যাখ্যা:
যেই হজ্জের মধ্যে কোন প্রকারের গুনাহের কাজ সংঘটিত হয় না এবং পূর্ণ ইখলাসের সাথে আদায় করা হয় উহাকে 'হজ্জে (মকবুল) মাবরূর' বলা হয়।