মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৪৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৪৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি পিতা-মাতার ব্যাপারে আল্লাহ্ তা'আলার আদেশের অনুগত থাকিয়া ভোর করে, সে যেন তাহার জন্য বেহেশতের দুইখানা দরজা খোলা অবস্থায় ভোর করিল, যদি একজন থাকিয়া থাকে (যাহার জন্য সে অনুগত থাকে) তবে একখানা দরজা খোলা অবস্থায় ভোর করিল। আর যে ব্যক্তি মাতা-পিতার ব্যাপারে আল্লাহ্ তা'আলার নাফরমান হিসাবে ভোর করে, সেই ভোরেই তাহার জন্য দোযখের দুইখানা দরজা খোলা থাকে। আর যদি একজনের ব্যাপারে অবাধ্য থাকিয়া থাকে তখন দোযখের একটি দরজা খোলা থাকে। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল, যদি তাহারা উভয়ে পুত্রের উপর যুলম করে? তিনি বলিলেনঃ যদিও তাহারা তাহার উপর যুলম করে, যদিও তাহারা তাহার উপর যুগ্ম করে, যদিও তাহারা তাহার উপর যুলম করে। —বায়হাকী
كتاب الآداب
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مُطِيعًا لِلَّهِ فِي وَالِدَيْهِ أَصْبَحَ لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ الْجَنَّةِ وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا. وَمَنْ أَمْسَى عَاصِيًا لِلَّهِ فِي وَالِدَيْهِ أَصْبَحَ لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ النَّارِ وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا» قَالَ رَجُلٌ: وَإِنْ ظَلَمَاهُ؟ قَالَ: «وَإِنْ ظلماهُ وإِن ظلماهُ وإِنْ ظلماهُ»
হাদীসের ব্যাখ্যা:
মাতা-পিতা সন্তানের কল্যাণের জন্য যেই কঠোরতা অবলম্বন করেন, সন্তানের ধারণানুযায়ী উহাকে যুলম বলা হইয়াছে। মূলতঃ তাহা যুগ্ম নহে এবং তাহা মান্য করা সন্তানের কর্তব্য। তবে শরীঅত বিরোধী কোন কাজের নির্দেশ করিলে তাহা পালন করা জায়েয নহে।