মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯২৫
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯২৫। হযরত সাওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ ব্যতীত অন্য কিছুই তকদীরকে ফিরাইতে পারে না। পুণ্য ব্যতীত অন্য কিছুই আয়ুকে বাড়াইতে পারে না, আর কৃত পাপই মানুষকে জীবিকা হইতে বঞ্চিত করে। —ইবনে মাজাহ্
الْفَصْل الثَّانِي
عَنْ ثَوْبَانَ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

এইখানে তকদীর দ্বারা ঐ সকল আপদ-বিপদ বুঝান হইয়াছে যেগুলি আপতিত হওয়া না হওয়া দো'আর উপর নির্ভরশীল রাখা হইয়াছে। আর হায়াত বাড়ে—ইহার অর্থ হইল নির্ধারিত হায়াতের মধ্যে বহু নেক কাজ করার সুযোগ পাইবে, যাহা অনেক লম্বা হায়াত পাইয়াও করার তওফীক হয় না ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯২৫ | মুসলিম বাংলা