মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯২৬
১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯২৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি জান্নাতে প্রবেশ করিলাম এবং তথায় কুরআন তেলাওয়াত শুনিতে পাইলাম । তখন জিজ্ঞাসা করিলামঃ এই ব্যক্তি কে? (ফিরিশতাগণ) বলিলেন, হারেসা ইবনে নো'মান (রাঃ)। তোমাদের পুণ্যের প্রতিদান এইরূপই। তোমাদের পুণ্যের প্রতিদান এইরূপই। সে তাহার মায়ের সাথে সর্বাপেক্ষা উত্তম আচরণ করিত। —শরহে সুন্নাহ্, বায়হাকী। অপর এক বর্ণনায় আমি জান্নাতে প্রবেশ করিলাম'-এর স্থলে 'আমি ঘুমাইয়াছিলাম এবং নিজেকে বেহেশতে দেখিলাম' আছে।
وَعَنْ عَائِشَةَ

قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ فِيهَا قِرَاءَةً فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: حَارِثَةُ بْنُ النُّعْمَانِ كَذَلِكُمُ الْبِرُّ كَذَلِكُمُ الْبِرُّ «. وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ. رَوَاهُ فِي» شَرْحِ السُّنَّةِ «. وَالْبَيْهَقِيُّ فِي» شعب الْإِيمَان

وَفِي رِوَايَة: قَالَ: «نِمْتُ فرأيتني فِي الْجنَّة» بدل «دخلت الْجنَّة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯২৬ | মুসলিম বাংলা