মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯০০
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৯০০। হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ্ ইবনে শিখখির (রাঃ) বলেন, একবার আমি বনু আমরের প্রতিনিধি দলের মধ্যে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে গেলাম এবং আমরা বলিলাম, আপনি আমাদের সরদার। তখন তিনি বলিলেনঃ সরদার তো আল্লাহ্ই। আমরা বলিলাম, আপনি আমাদের মধ্যে মহামর্যাদাবান এবং দানের দিক দিয়াও সুমহান। তখন তিনি বলিলেনঃ তোমরা এইরূপ কথা বলিতে পার কিংবা ইহার চাইতেও কম, তবে (লক্ষ্য রাখিবে) শয়তান যেন তোমাদিগকে তাহার পথে চালাইতে না পারে। —আহমদ ও আবু দাউদ
وَعَن مطرف بن عبد الله الشِّخّيرِ قَالَ: قَالَ أَبِي: انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: أَنْتَ سَيِّدُنَا. فَقَالَ: «السَّيِّدُ اللَّهُ» فَقُلْنَا وَأَفْضَلُنَا فَضْلًا وَأَعْظَمُنَا طَوْلًا. فَقَالَ: «قُولُوا قَوْلَكُمْ أَوْ بَعْضَ قَوْلِكُمْ وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
