মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৯৯
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বংশগৌরব ও পক্ষপাতিত্ব
৪৮৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ লোকজন যেন তাহাদের বাপ-দাদার উপর গর্ব করা হইতে বিরত থাকে – যাহারা (মরিয়া) দোযখের অঙ্গার হইয়া গিয়াছে। অন্যথায় আল্লাহ্ তা'আলার নিকট তাহারা ময়লার কীট অপেক্ষা ঘৃণিত হইবে, যে কীট নিজের নাক দ্বারা ময়লাকে দোলা দেয়। নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদের হইতে জাহেলিয়াতের অহমিকা এবং বাপ-দাদার গর্ব দূরীভূত করিয়া দিয়াছেন। অত এর মানুষ পরহেযগার মু'মিন হইবে অথবা পাপী দুর্ভাগা। মানবকুল সকলেই আদমের সন্তান। আর আদম মাটির তৈরী। — তিরমিযী ও আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ يَفْتَخِرُونَ بِآبَائِهِمُ الَّذِينَ مَاتُوا إِنَّمَا هُمْ فَحْمٌ مِنْ جَهَنَّمَ أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللَّهِ مِنَ الْجُعَلِ الَّذِي يُدَهْدِهُ الْخِرَاءَ بِأَنْفِهِ إِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالْآبَاءِ إِنَّمَا هُوَ مُؤْمِنٌ تَقِيٌّ أَوْ فَاجِرٌ شَقِيٌّ النَّاسُ كُلُّهُمْ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৯৯ | মুসলিম বাংলা