মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৫৮
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫৮। হযরত জুন্দুব (রাঃ) বলেন, একদা এক বেদুঈন আসিয়া তাহার উট বসাইয়া উহাকে বাঁধিল। তারপর মসজিদে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে নামায আদায় করিল। নামাযের সালাম ফিরানোর পর সওয়ারীর কাছে আসিয়া উহার বাঁধন খুলিল। অতঃপর উটের পৃষ্ঠে আরোহণ করিয়া সশব্দে বলিল, হে আল্লাহ্! আমার প্রতি এবং মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি রহম কর, কিন্তু আমাদের প্রতি রহমতে কাহাকেও শামিল করিও না। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) (সাহাবা দিগকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ তোমাদের কি ধারণা? এই বেদুঈন লোকটি বেশী মূর্খ না কি তাহার উটটি ? তোমরা কি শুন নাই সে কি বলিল ? সকলে উত্তর দিলেন, জি-হ্যাঁ, শুনিয়াছি । —আবু দাউদ। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত كَفَى بِالْمَرْءِ كَذِبًا হাদীসটি— بَاب الِاعْتِصَام -এর প্রথম পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে।
وَعَن جُنْدُبٍ
قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ فَأَنَاخَ رَاحِلَتَهُ ثُمَّ عَقَلَهَا ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا سَلَّمَ أَتَى رَاحِلَتَهُ فَأَطْلَقَهَا ثُمَّ رَكِبَ ثُمَّ نَادَى: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تُشْرِكْ فِي رَحْمَتِنَا أَحَدًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَقُولُونَ هُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ؟ أَلَمْ تَسْمَعُوا إِلَى مَا قَالَ؟» قَالُوا: بَلَى؟ . رَوَاهُ أَبُو دَاوُد
وَذَكَرَ حَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا» فِي «بَاب الِاعْتِصَام» فِي الْفَصْل الأول
قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ فَأَنَاخَ رَاحِلَتَهُ ثُمَّ عَقَلَهَا ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا سَلَّمَ أَتَى رَاحِلَتَهُ فَأَطْلَقَهَا ثُمَّ رَكِبَ ثُمَّ نَادَى: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تُشْرِكْ فِي رَحْمَتِنَا أَحَدًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَقُولُونَ هُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ؟ أَلَمْ تَسْمَعُوا إِلَى مَا قَالَ؟» قَالُوا: بَلَى؟ . رَوَاهُ أَبُو دَاوُد
وَذَكَرَ حَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا» فِي «بَاب الِاعْتِصَام» فِي الْفَصْل الأول
হাদীসের ব্যাখ্যা:
দো'আর মধ্যে সংকীর্ণতা করা উচিত নহে। বরং ব্যাপকভাবে সমস্ত মু'মিন মুসলমানকে অন্তর্ভুক্ত করিয়া দো'আ করা বাঞ্ছনীয়। কোরআন হাকীমে অন্যদেরকে শরীক করিয়া দো'আ করার শিক্ষা দেওয়া হইয়াছে যথা— رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ “হে আমাদের রব! আমাদিগকে ক্ষমা করুন, আর আমাদের সেই ভাইদিগকেও, যাহারা আমাদের পূর্বে ঈমান আনিয়াছে।”
