মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৫৭
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়া ছেনঃ আমি কাহারও বিদ্রূপ বা অনুরূপ আচরণ করা পছন্দ করি না, যদিও আমার জন্য এইরূপ এইরূপ হয়। —তিরমিযী। তিনি বলিয়াছেন হাদীসটি সহীহ।
وَعَن

عَائِشَةَ قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أُحِبُّ أَنِّي حَكَيْتُ أَحَدًا وَأَنَّ لي كَذَا وَكَذَا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ঠাট্টা-বিদ্রূপ আকারে কোন ব্যক্তির দোষ-ত্রুটি নকল করা। যদিও উহার বিনিময়ে বহু অর্থ-সম্পদ বা কোন সুযোগ হাসিল হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮৫৭ | মুসলিম বাংলা