মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৩৮
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৩৮। হযরত আবু সাঈদ [খুদরী (রাঃ)] রাসূলুল্লাহ্ (ﷺ) -এর উদ্ধৃতি দিয়া বলিয়াছেনঃ যখন আদম সন্তান ভোরে উঠে তখন তাহার অঙ্গসমূহ জিহ্বাকে বিনয়ের সাথে বলে, আমাদের সম্পর্কে আল্লাহকে ভয় কর। কেননা, আমরা সবাই তোমার সাথে জড়িত। সুতরাং তুমি ঠিক থাকিলে আমরাও ঠিক থাকিব। আর তুমি বাঁকা হইলে আমরাও বাঁকা হইয়া পড়িব। —তিরমিযী
وَعَن أبي
سعيدٍ رَفَعَهُ قَالَ: إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الْأَعْضَاءَكُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا فَإنَّا نَحْنُ بِكَ فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعوَججْنا . رَوَاهُ التِّرْمِذِيّ
سعيدٍ رَفَعَهُ قَالَ: إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الْأَعْضَاءَكُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا فَإنَّا نَحْنُ بِكَ فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعوَججْنا . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
প্রকৃতপক্ষে অঙ্গসমূহ কলব বা অন্তরের অধীনে পরিচালিত হয়। কিন্তু জিহ্বা যেহেতু উহার মুখপাত্র, কাজেই সমস্ত অঙ্গের কার্য-কলাপকে উহার দিকে সংযোজিত করা হইয়াছে।
