মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮৩৭
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৩৭। হযরত উকবা ইবনে আমের (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত সাক্ষাৎ করিলাম এবং বলিলাম, নাজাতের উপায় কি? তিনি বলিলেনঃ নিজের জিহ্বাকে আয়ত্তে রাখ, নিজের ঘরে পড়িয়া থাক এবং নিজের পাপের জন্য রোদন কর। —আহমদ ও তিরমিযী
وَعَن عُقْبةَ

بن عامرٍ قَالَ: لَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: مَا النَّجَاةُ؟ فَقَالَ: «أَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

মানুষের সাথে যতবেশী মেলামেশা হইবে ততবেশী কথাবার্তা হইবে। আর কথাবার্তা বেশী বলিলে উহাতে মিথ্যা ও নিষ্প্রয়োজনীয় বাক্য অনুপ্রবেশ করিবেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান