মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮১৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন ছিদ্দীকের পক্ষে অধিক অভিসম্পাৎকারী হওয়া সমীচীন নয়। —মুসলিম
كتاب الآداب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْبَغِي لِصِدِّيقٍ أنْ يكونَ لعَّاناً» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এখানে ‘ছিদ্দীক' শব্দ দ্বারা 'মুমিন' বুঝানো হইয়াছে। আর শরীআতের বিধান হইল; যে ব্যক্তির কুফরী সম্পর্কে কোন ‘নস্' তথা অকাট্য প্রমাণ নাই, তাহাকে অভিসম্পাৎ করা জায়েয নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান