মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮১৮
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮১৮। হযরত আনাস ও আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এমন দুই ব্যক্তি—যাহারা পরস্পর গাল-মন্দ করিল, তখন উক্ত গালির পাপ সেই ব্যক্তির উপরই অর্পিত হইবে যে প্রথমে গালি দিয়াছে, যে পর্যন্ত না নির্যাতিত ব্যক্তি সীমাতিক্রম করে। —মুসলিম
وَعَن أنس وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُسْتَبَّانِ مَا قَالَا فَعَلَى الْبَادِئِ مالم يعْتد الْمَظْلُوم» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

গালির সূচনাকারী যালিম এবং দ্বিতীয় ব্যক্তি মাযলুম। আর মাযলুম ব্যক্তি সেই পরিমাণই প্রতিশোধ গ্রহণ করিতে পারে যেই পরিমাণ সে নির্যাতিত হইয়াছে। তবে আল্লাহর আদেশ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ -এর প্রেক্ষিতে গালির দ্বারা গালির প্রতিশোধ গ্রহণ না করাই উত্তম। অন্যথায় উত্তম ও অধমের প্রভেদ থাকে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান