মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৯৪
৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৯৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : কোন ব্যক্তির পেট কদর্য পুঁজ দ্বারা পরিপূর্ণ হওয়া—যাহা দেহকে নষ্ট করিয়া দেয়, কবিতা দ্বারা ভর্তি হওয়া অপেক্ষা উত্তম। —মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِأَنَّ يمتلىءَ جَوْفُ رَجُلٍ قَيْحًا يَرِيهِ خَيْرٌ مِنْ أَنْ يمتلئ شعرًا» مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
এখানে ‘কবিতা' অর্থ চরিত্র বিধ্বংসী অশ্লীল কবিতা ও গান ইত্যাদি। কদর্য পুঁজ দেহকে নষ্ট করে আর অশ্লীল কবিতা ও গান চরিত্রকে ধ্বংস করে।
