মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৯২
৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৯২। হযরত বারা (রাঃ) বলেন, খন্দকের দিন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি সরাইতেছিলেন। এমনকি তাঁহার বক্ষ ধুলাবৃত হইয়া গিয়াছিল। এই সময় তিনি (এই ছন্দগুলি) আবৃত্তি করিতেছিলেন : 'আল্লাহর কসম! যদি আল্লাহ্ আমাদিগকে হেদায়ত দান না করিতেন তবে আমরা হেদায়ত পাইতাম না, আমরা সদকা দিতাম না, আর নামাযও পড়িতাম না। সুতরাং হে আল্লাহ্। আমাদের প্রতি প্রশান্তি নাযিল কর। আর যখন আমরা শত্রুর মুখোমুখি হই তখন আমাদের পাসমূহ সুদৃঢ় রাখ। কাফেরগণ আমাদের উপর সীমা লঙ্ঘন করিয়াছে। আর যখন তাহারা বিপর্যয়ে নিক্ষেপ করার (অর্থাৎ, কুফরের দিকে ফিরাইয়া নেওয়ার) সংকল্প করে, তখন আমরা উহা কঠোরভাবে প্রত্যাখ্যান করি।' (বর্ণনাকারী বলেন :) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরণগুলি আবৃত্তি করিবার সময় 'আবাইনা আবাইনা' (শব্দ) খুব উঁচু স্বরে বলিতেন। -মোত্তাঃ
وَعَنِ الْبَرَّاءِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ التُّرَابَ يَوْمَ الْخَنْدَقِ حَتَّى اغْبَرَّ بَطْنُهُ يَقُولُ:
وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صلَّينا
فأنزلنْ سكينَة علينا وثبِّتِ الْأَقْدَام إِن لاقينا
إِنَّ الأولى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا
يَرْفَعُ بِهَا صَوْتَهُ: «أَبَيْنَا أَبَيْنَا» . مُتَّفَقٌ عَلَيْهِ
وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صلَّينا
فأنزلنْ سكينَة علينا وثبِّتِ الْأَقْدَام إِن لاقينا
إِنَّ الأولى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا
يَرْفَعُ بِهَا صَوْتَهُ: «أَبَيْنَا أَبَيْنَا» . مُتَّفَقٌ عَلَيْهِ
