মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৯১
৯. প্রথম অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৭৯১। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান (রাঃ)-কে বলিতে শুনিয়াছি, তুমি যেই পর্যন্ত আল্লাহ ও তাঁহার রাসূলের পক্ষ হইতে (মুশরিকদের বিদ্রূপাত্মক উক্তির) মোকাবিলা করিতে থাকিবে সেই পর্যন্ত জিবরাঈল তোমার মদদ করিতে থাকিবেন। হযরত আয়েশা আরও বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহাও বলিতে শুনিয়াছি; হাসান (কবিতার দ্বারা) কাফেরদের নিন্দা করিয়া নিজেও পরিতৃপ্তি পাইয়াছে এবং অপরকেও পরিতৃপ্তি দান করিয়াছে। ——মুসলিম
وَعَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِحَسَّانَ: «إِنَّ رُوحَ الْقُدُسِ لَا يَزَالُ يُؤَيِّدُكَ مَا نَافَحْتَ عَنِ اللَّهِ وَرَسُوله» . سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هَجَاهُمْ حَسَّانُ فَشَفَى وَاشْتَفَى» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

কাফের-মুশরিকদের তিরস্কার ও বিদ্রূপাত্মক উক্তির দরুন মুসলমানরা মানসিকভাবে যে ব্যথা পাইতেছিল, হযরত হাসানের প্রত্যুত্তরমূলক কবিতার দ্বারা তাহাদের সেই ক্ষোভ ব্যথার লাঘব হইত। ইহাই ছিল তাঁহার ও অন্যান্যের পরিতৃপ্তি ও আনন্দ ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান