মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭৫৭
৮. প্রথম অনুচ্ছেদ - নাম রাখা
৪৭৫৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, (বিবি) জুওয়াইরিয়ার নাম ছিল বাররা। রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার নাম পরিবর্তন করিয়া রাখিয়াছেন জুওয়াইরিয়া। কেননা, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা পছন্দ করিতেন না যে, কেহ বলুক “আল্লাহর রাসুল পুণ্যবতীর নিকট হইতে বাহির হইয়া গিয়াছেন।” – মুসলিম
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: كَانَتْ جُوَيْرِيَةُ اسْمُهَا بَرَّةُ فَحَوَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمَهَا جُوَيْرِيَةَ وَكَانَ يَكْرَهُ أَنْ يُقَالَ: خَرَجَ مِنْ عِنْدِ برة. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
জুওয়াইরিয়া বিনতে হারেস ৫ম হিজরীতে মুরাইসী তথা মুসতালিক যুদ্ধে কয়েদ হইয়া মুসলমানদের হাতে আসেন। গনীমতের মাল বণ্টনের সময় তিনি দাসী হিসাবে হযরত সাবেত ইবনে কায়সের হিসসায় পড়িয়াছিলেন। হযরত সাবেত তাঁহাকে মুক্তিপণ আদায় শর্তে অর্থাৎ, মুকাতাবা হিসাবে আযাদ করিলে হুযূর (ﷺ) তাহাকে প্রথমে খরিদ করেন এবং পরে আযাদ করিয়া আপন বিবিদের অন্তর্ভুক্ত করেন এবং পূর্ব-নাম পরিবর্তন করিয়া জুওয়াইরিয়া রাখেন।
পূর্ব-নাম বাররা পরিবর্তন করার আর একটি কারণ উল্লেখ করা হয়, যেহেতু ইহার অর্থঃ পুণ্যবতী। কাজেই কোন সময় হুযূর (ﷺ) বাররার নিকট হইতে বাহির হইলে কেহ বলিবে, হুযূর (ﷺ) বাররার অর্থাৎ, পুণ্যবতীর নিকট হইতে বাহিরে চলিয়া গিয়াছেন এবং উহা একটি অশোভন উক্তি। আর যাহাতে ‘বদফাল' গৃহীত হইতে পারে তিনি এইরূপ কথা পছন্দ করিতেন না।
পূর্ব-নাম বাররা পরিবর্তন করার আর একটি কারণ উল্লেখ করা হয়, যেহেতু ইহার অর্থঃ পুণ্যবতী। কাজেই কোন সময় হুযূর (ﷺ) বাররার নিকট হইতে বাহির হইলে কেহ বলিবে, হুযূর (ﷺ) বাররার অর্থাৎ, পুণ্যবতীর নিকট হইতে বাহিরে চলিয়া গিয়াছেন এবং উহা একটি অশোভন উক্তি। আর যাহাতে ‘বদফাল' গৃহীত হইতে পারে তিনি এইরূপ কথা পছন্দ করিতেন না।
